Ticker

6/recent/ticker-posts

স্ফটিক - রিটন খান

 স্ফটিক

রিটন খান

           যদি কোন বেশ পুরোনো দিনের কথা শুধাই তোকে  

বলবি কি তা?

নাকি তখন চুলের মাঝে আঙুল গুঁজে বলবি হেসে

“তার চেয়ে শোন্ আজকে লেখা এই কবিতা-

“স্বজাতির লোকেরা লজ্জা পেয়োনা, শোনো

পৃথিবীর হাটে স্বদেশভূমি আজ ভিক্ষুক পতিতা।

বহু দেশ আজ বিকলাঙ্গ, গণ-ধর্ষিতা।”

সিগারেটের উড়বে ধোঁয়া। কুড়িয়ে পাওয়া পথের হৃদয় মাড়িয়ে যাওয়া

কিশোরী কোন রাত্রি ভাঙার সে ডাক শুনে

ছিঁড়বে নাকি বন্ধ নেকাব?

নামবে পথে যুবকেরা ভাঙবে শেকল?


জানিসনে তুই এখন আকাল, বিষম আকাল

সত্য বলা খুব অপরাধ এখন দেশে।

শুনবে না কেউ। যদিও শোনে,

তখন তোকে রাজার লোকে সাজিয়ে দেবে

‘পাগল কোন রাষ্ট্রদ্রোহী ভীষণ ভিলেন।’

অবশ্য তুই সান্ত্বনাও পেতে পারিস এই ভেবে যে

সক্রেটিসও তাঁর আকালের ‘দেবদ্রোহী পাগল’ ছিলেন।

রাত্রি জেগে খুব আবেগে গোলাপী কোন গল্প যদি

শোনাই তোকে

শুনবি কি তা?

নাকি তখন রাত্রিজুড়ে মগজ খুঁড়ে জন্ম দিবি ফের কবিতা?


Post a Comment

0 Comments